spot_img

ভিয়েতনামে আরও ৫ বছরের জন্য পুন র্নির্বাচিত তো লাম

অবশ্যই পরুন

ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা হিসেবে আরও পাঁচ বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন তো লাম। সর্বসম্মত ভোটে দলপ্রধান নির্বাচিত হওয়ার পর নতুন মেয়াদে সংস্কার জোরদার ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর অঙ্গীকার করেছেন তিনি। শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

পাঁচ বছর পরপর অনুষ্ঠিত দলীয় কংগ্রেস শেষে কেন্দ্রীয় কমিটির ভোটেই দলপ্রধান নির্বাচন করা হয়। এবার কোনো বিরোধিতা ছাড়াই ৬৮ বছর বয়সী তো লামের নাম চূড়ান্ত হয়।

নির্বাচনের পর নিজেকে সংস্কারপন্থী নেতা হিসেবে তুলে ধরে তো লাম বলেন, শুধু দল নয়; রাষ্ট্রব্যবস্থার ভেতরেও আরও গভীর সংস্কার প্রয়োজন।

এর আগে, সপ্তাহের শুরুতে দলীয় কংগ্রেসে দেওয়া ভাষণে তো লাম চলতি দশকে বছরে ১০ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ঘোষণা করেন। শুক্রবার সেই লক্ষ্য দলীয় প্রস্তাবের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

বিশ্লেষকদের মতে, রফতানি-নির্ভর অর্থনীতিকে আরও গতিশীল করা এবং প্রশাসনিক সংস্কার—এই দুই বিষয়ই নতুন মেয়াদে তো লামের নেতৃত্বের প্রধান চ্যালেঞ্জ হয়ে থাকবে।

সর্বশেষ সংবাদ

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ