spot_img

ইসি একটি বিশেষ দলের প্রতি আগেই হেলে রয়েছে: নাসীরুদ্দীন পাটোয়ারী

অবশ্যই পরুন

ঢাকা-৮ আসনে দশ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি বিশেষ দলের প্রতি আগে থেকেই পক্ষপাতদুষ্ট অবস্থানে রয়েছে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর মৌচাক এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এদিন ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী।

এরপর তিনি ঢাকা ৮ আসনের অন্তর্ভুক্ত সিদ্ধেশ্বরী, মালিবাগ ও মৌচাক এলাকায় গণসংযোগ করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি একটি দলের প্রতি আগে থেকেই হেলে রয়েছে। গণভোটের প্রচারের জন্য আমাদের দলীয় বিলবোর্ডগুলো সেই দলের নেতাকর্মীরা নষ্ট করেছে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। বিষয়টির প্রতি নির্বাচন কমিশনের দৃষ্টি দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

সর্বশেষ সংবাদ

বিপিএল ফাইনালে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো চট্টগ্রাম

দেখতে দেখতে চলে এলো বিপিএলের সেই মাহেন্দ্রক্ষণ। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফাইনালে শিরোপার লড়াইয়ে নাজমুল হোসেন শান্তর রাজশাহী...

এই বিভাগের অন্যান্য সংবাদ