বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। কিন্তু যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, তারা যেটার মালিক মানুষ না সেটার কথা বলে শিরকী করে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যারা বলে অমুক-তমুককে দেখেছি, এবার আমাদের দেখেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা দেখা হয়েছে। তাদের ইতোমধ্যে দেশের মানুষ দেখে নিয়েছে। এই কুফরি, হঠকারিতা ও মিথ্যাবাদীদের সকলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, একের পর এক ডামি ও নিশিরাতের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যেভাবে দেশকে নতুন করে স্বাধীন করেছে, তা ৭১-এর স্বাধীনতার মতোই তাৎপর্যপূর্ণ।
খালেদা জিয়ার আমলে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল বলে জানান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি অভাবী ও মধ্যবিত্ত পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলবো। বেকার যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
তিনি আরও বলেন, দেশের মধ্যে কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কীভাবে পোস্টাল ব্যালেটে ডাকাতি করা হয়েছে তা দেশবাসী দেখেছে।
এছাড়াও সমাবেশে বিএনপি চেয়ারম্যান জানান, আগামীতে সরকার গঠন করে প্রত্যেক মানুষকে স্বাবলম্বী করতে চায় বিএনপি। এ সময় ধানের শীষে ভোট দিতে দেশের মানুষকে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে একটি রাজনৈতিক দল তারেক রহমানসহ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটনা ও মিথ্যা প্রচারনা করছে। মানুষকে যারা বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে আজকে লড়াই। সেই লড়াইয়ে জয়ী হতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো।

