spot_img

বিদ্যুৎ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, ব্যবস্থা নিতে ইসির চিঠি

অবশ্যই পরুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে। তবে এসব কেন্দ্রের মধ্যে ৩২৫টি ভোটকেন্দ্রে এখনও বিদ্যুৎ সংযোগ নেই।

এই কেন্দ্রগুলোতে সংযোগ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ বুধবার (২১ জানুয়ারি) চিঠি দিয়েছে ইসি।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে স্থাপিত কেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও কার্যক্রম নিশ্চিতে এসব কেন্দ্রে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, ৩২৫টির মধ্যে যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে বা হবে, সেগুলো বাদ দিয়ে বাকি ভোটকেন্দ্রে বিদ্যুতের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ অথবা জেনারেটর ব্যবহার করা যায় কিনা, সে বিষয়ে তথ্য দেয়ার অনুরোধ করা হলো।

এদিকে, বুধবার বিকেলে প্রেস সচিব এক ব্রিফিংয়ে জানান, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৬ কোটি ৪৮ লাখ পুরুষ ভোটার এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ২০০ জন। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি এবং বুথ থাকবে ২ লাখ ৪৭ হাজার ৪৯৯টি।

সর্বশেষ সংবাদ

অবশেষে মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললো আইসিসি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাধ্য হয়ে বাংলাদেশি তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই টি-টোয়েন্টি...

এই বিভাগের অন্যান্য সংবাদ