প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনায় দেরি হতে পারে। বুধবার (২১ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, একই সঙ্গে সংসদ নির্বাচনের ভোট ও গণভোটের ব্যালট গণনা করতে হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে সময় বেশি লাগতে পারে ।
তিনি আরও বলেন, আজ তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিপি, বিভিন্ন উপদেষ্টাসহ সব আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর প্রধানদের নিয়ে খুব উচ্চপর্যায়ের একটি মিটিং হয়েছে। যেখানে প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। নির্বাচন কমিশনকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা সরকার দেবে। নির্বাচনের সময় যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়, সে বিষয়ে জোর দেয়ার জন্য বিদ্যুৎ উপদেষ্টাকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব বলেন, কেন্দ্রে ঝামেলা এড়ানোর জন্য ২৫৫০০টি বডি অন ক্যামেরা ব্যবহার করার জন্য জোর দেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, এবারের নির্বাচনে ১ লাখের উপরে সেনা সদস্যসহ ৯ লাখ আইন-শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়ন থাকবে।
তিনি আরও বলেন, মোট ভোটার ১২ কোটি ২৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০৯ জন। তৃতীয় লিঙ্গের ১২৩২ জন। ভোট কেন্দ্র ৪২ হাজার ৭৭৯। বুথ ২ লাখ ৪৭ হাজার ৪৯৯।

