spot_img

র‍্যাব কর্মকর্তাকে যারা শহীদ করেছে যে কোনো মূল্যে তাদের সাজা নিশ্চিত করবো

অবশ্যই পরুন

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মোতালেবকে যারা শহীদ করেছে যে কোনো মূল্যে তাদের সাজা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র‌্যাব ফোর্সের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর নিহত র‍্যাব কর্মকর্তার জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

র‌্যাবের এই মহাপরিচালক বলেন, রাইট অব প্রাইভেট ডিফেন্সে অধিকার ছিল সন্ত্রাসীদের গুলি করার। কিন্তু তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিবেচনায় আমাদের সদস্যরা গুলি করেনি। সম্পূর্ণ অভিযানটি তদন্ত করে দেখবো। ভুল-ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করে ভবিষ্যতে আমরা আরও সফলতার সঙ্গে অভিযানগুলো পরিচালনা করবো।

তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- র‍্যাব এই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, মানুষের নিরাপত্তা ও তাদের জানমাল রক্ষার জন্য অন্যান্য বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

সুবেদার মোতালেব শহীদ হত্যার জন্য যারা দায়ী- তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। যে কোনো মূল্যে বিচারিক কার্যক্রমের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করবো- বলে জানান এই র‌্যাব মহাপরিচালক।

পুলিশ, র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় একটি বিএনপি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সেখানে বিপুল-সংখ্যক লোকজন জড়ো হয়। অন্যদিকে রুকন গ্রুপের অনুসারী ও র‍্যাবের সোর্স মনা র‍্যাবকে জানান যে, ওই উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকবেন।

এই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা কোম্পানি থেকে একটি টিম সেখানে অভিযান পরিচালনার জন্য যায়।

এদিন বিকেল পৌনে চারটার দিকে অভিযানে যাওয়া র‍্যাব সদস্যদের ওপর ইয়াসিন গ্রুপের অনুসারীরা হামলা চালায়। একপর্যায়ে র‍্যাবের চার সদস্য ও সোর্স মনাকে আটকে ফেলা হয়। এ সময় র‍্যাবের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান। আটকে রাখা সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের ওপর ব্যাপক মারধর করা হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে এবং স্থানীয় একটি পক্ষের সহায়তা নেয়। পরে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক র‍্যাবের উপ-সহকারী পরিচালক মোতালেবকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক দলে যোগ দেওয়ার গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি...

এই বিভাগের অন্যান্য সংবাদ