spot_img

‘সরকারে আমরা এসেছি অস্থায়ীভাবে, নির্বাচন পরপর চলে যাবো’

অবশ্যই পরুন

মুক্তিযুদ্ধবিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বলেছেন, অন্তর্বর্তী সরকারে আমরা এসেছি অস্থায়ীভাবে, আমরা নির্বাচন পরপর চলে যাবো।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বগুড়া সদরের ফাপোর পশ্চিমপাড়ায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা কোনো পার্টি না। আগামী নির্বাচনে বিভিন্ন দল আসবে ভোটের জন্য, আপনারা যাকে খুশি ভোট দিবেন। এখানে আমাদের কোনো কথা নেই, আমরা নিরপেক্ষ এক্ষেত্রে।

শুধু হ্যাঁ, না ভোটের ক্ষেত্রে আমরা সচেতন করতে এসেছি জানিয়ে তিনি আরও বলেন, এতে রাষ্ট্রকাঠামোতে আমূল পরিবর্তন আসবে।

ফারুক-ই-আজম বলেন, আর কোনো ফ্যাসিস্ট সরকার যেন কখনো মানুষের ওপর নির্যাতন করতে না পারে। বিচার ছাড়া হত্যা করতে না পারে। এই বিষয়গুলো হ্যাঁ ভোট দ্বারা প্রতিষ্ঠা করে যেতে চাই।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিদেশী শক্তির সাথে লড়াই করেছি জানিয়ে তিনি বলেন, যেখানে অস্ত্রের সাথে অস্ত্রের লড়াই হয়েছে, তবে ২৪-এর লড়াই ছিল নিজের বিরুদ্ধে নিজের লড়াই।

ফারুক-ই-আজম বলেন, একদলীয় শাসনের বিরুদ্ধে তরুণরা খালি হাতে লড়াই করেছে। বাপের বন্দুকের সামনে ছেলে বুক পেতে দিয়েছে। পৃথিবীর খুব কম জাতি-গোষ্ঠী আছে এ ধরনের লড়াই করে এমন পর্যায়ে আসা। সেটাকে আমরা নিরঙ্কুশ করতে চাচ্ছি হ্যাঁ ও না ভোট দিয়ে। এটা প্রতিষ্ঠিত হলে, সংবিধানে যুক্ত হলে জাতির যেকোনো সংকটে জনগণের মতামত চাইতে পারা যাবে।

তিনি বলেন, জনগণের মতামতের ওপরে কিছু নাই। কারণ রাষ্ট্রটা জনগণের। রাষ্ট্রের চাবিকাঠি হাতে নেয়ার সুযোগ এসেছে, সেই সুযোগ হেলায় না হারাই। আমরা সবাই হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করি।

এদিন, জেলা তথ্য অফিসের আয়োজনে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধ করুন ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদত হোসেনসহ নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

হা-না ভোট, সকলকে সহজ করে বোঝাতে হবে: শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, হা ও না ভোটের বিষয়টি সহজ করে সর্বস্তরের...

এই বিভাগের অন্যান্য সংবাদ