বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেখানে শান্তি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেখানে কয়েকটি দল বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বের বুকে পরিচয় দেয়ার সুযোগ করে দিয়ে দেশের মানুষকে মাথা উঁচু করে দাড়াতে শিখিয়েছেন। তারপর সেটিকে সমুন্নত রেখেছেন বেগম খালেদা জিয়া। এখন তারেক রহমানের হাত ধরে দেশের পতাকা আবারও সমুন্নত হবে বলেও জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেই নির্ধারিত হবে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে, নাকি উগ্রবাদী রাষ্ট্রবিরোধী লোকদের হাতে থাকবে।

