spot_img

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর, ভিসা বন্ড থেকে অব্যাহতি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এফ (F) ও এম (M) ভিসায় যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ভিসা বন্ড প্রযোজ্য হবে না বলে জানিয়েছে দূতাবাস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, বাংলাদেশের যেসব নাগরিক ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই ভিসা বন্ড জমা দেওয়ার শর্ত প্রযোজ্য হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই বন্ডের কোনো বাধ্যবাধকতা নেই।

দূতাবাস আরও জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বি১/বি২ ভিসায় অনুমোদিত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।

তবে দূতাবাস স্পষ্ট করে জানায়, ২১ জানুয়ারি ২০২৬-এর আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

সর্বশেষ সংবাদ

সংযুক্ত আরব আমিরাত ও ভারতের ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছ থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে ৩০০ কোটি ডলারের চুক্তি সই করেছে ভারত। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ