spot_img

ভারতের চাপে আইসিসি অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানব না: আইন উপদেষ্টা

অবশ্যই পরুন

ভারতের চাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তা মানা হবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে নতিস্বীকার করে বাংলাদেশের ওপর অযৌক্তিক কোনো শর্ত আরোপের চেষ্টা করে, তবে বাংলাদেশ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই সিদ্ধান্ত হওয়া উচিত, কোনো একক দেশের প্রভাব খাটিয়ে নয়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আইসিসি একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে এবং সদস্য দেশগুলোর সঙ্গে ন্যায্য আচরণ করবে।

সর্বশেষ সংবাদ

সংযুক্ত আরব আমিরাত ও ভারতের ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছ থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে ৩০০ কোটি ডলারের চুক্তি সই করেছে ভারত। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ