spot_img

আফগানিস্তানের কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

অবশ্যই পরুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানি দাঁড়িয়েছে সাতজনে। এছাড়াও শিশুসহ আহত হয়েছেন ১৩ জন। মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

নিহতদের মধ্যে রয়েছেন একজন চীনা নাগরিক। শাহর-ই-নও এলাকার একটি চীনা রেস্টুরেন্টে এই বিস্ফোরণ ঘটেছে। এলাকাটিকে শহরের সবচেয়ে সুরক্ষিত হিসেবে বিবেচনা করা হয়। পর্যটক ও বিদেশি কূটনীতিকদের বসবাস রয়েছে সেখানে।

অফিস ভবন, শপিং কমপ্লেক্সের পাশাপাশি রয়েছে দূতাবাস। বিস্ফোরণের ধরন কিংবা প্রকৃতি এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে দেশটির প্রশাসন।

তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি বলেছেন, ‌‌’প্রাথমিকভাবে বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গেল বছর কাবুলে ড্রোন হামলার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। এর পরপরই সীমান্তে সংঘর্ষে জড়ায় দুই প্রতিবেশী দেশ।

সর্বশেষ সংবাদ

ইরান হামলা চালালে নজিরবিহীন শক্তিতে জবাব দেব: নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা...

এই বিভাগের অন্যান্য সংবাদ