২০০৮ এর মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা এবার সফল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলের নামে বিএনপি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এই কথা বলেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, বিলবোর্ডে আমাদের ছবি থাকায় শোকজ দিয়েছে। আমরা সেই বিলবোর্ড গণভোটের প্রচারণার অংশ হিসেবে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে আমাদের ছবি আছে বলে শোকজ দিয়েছে। এ দিকে তারেক রহমানের ছবি দিয়ে পুরো ঢাকা ছেয়ে গেছে। সে ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখেনি নির্বাচন কমিশনকে।
এছাড়া দেশব্যাপী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করছে বিএনপি বলে অভিযোগ তুলেন এনসিপির এই আহ্বায়ক।

