ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এই রোডম্যাপ অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
রোডম্যাপে বলা হয়েছে, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত তথ্য সংগ্রহ, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুসরণ, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনসহ নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই দিনে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের আনুষঙ্গিক ব্যয় নির্বাহ সংক্রান্ত নির্দেশনাও জারি করা হবে।
২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি জারি করবে ইসি।
২২ জানুয়ারি ব্যালট পেপার মুদ্রণ তদারকি সংক্রান্ত অফিস আদেশ জারি, মাঠপর্যায়ে নির্বাচনী ব্যয়ের দ্বিতীয় দফা অর্থ বরাদ্দ এবং ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হবে।
২৪ জানুয়ারি নির্বাচনী সামগ্রী যাচাইকরণ, ব্যালট পেপার ও সিলের গোপনীয়তা রক্ষা, ভোটগ্রহণ ও ভোট গণনা পদ্ধতি, ফলাফল একত্রীকরণ এবং নির্বাচনী প্রচারণা বন্ধের সময়সীমা নির্ধারণসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হবে। একই দিনে আইনশৃঙ্খলা ও সমন্বয় ডেল গঠন এবং বিশেষ সভা অনুষ্ঠিত হবে।
২৫ জানুয়ারি গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসকে ব্যালট পেপার মুদ্রণের চূড়ান্ত আদেশ দেওয়া হবে। ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পর্যবেক্ষকদের অনুমতি প্রদান করা হবে।
ইসি জানিয়েছে, নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

