নির্বাচন কমিশন পক্ষপাত্তিত্ব করছে বলে অভিযোগ বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে তাদের কার্যকলাপের মাধ্যমে প্রশ্নবিদ্ধ আচরণ করেছেন। আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো সমাধান হয়নি। বিশেষ করে বিদেশে যারা নিবন্ধিত ভোটার তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে পেপার যেভাবে প্রস্তুত করা হয়েছে সেক্ষেত্রে আমাদের অভিযোগ জানিয়েছি। আমরা মনে করি এই ব্যালট পেপারটি সঠিক নয়। এখানে পক্ষপাতিত্ব আচরণ করা হয়েছে।
তিনি বলেন, এছাড়া দেশে পোস্টাল ব্যালটে যেন আমাদের প্রতীক সঠিক জায়গায় দেওয়া হয় সেই প্রস্তাবনা দিয়েছি।

