spot_img

১০ দলের বৈঠক শেষে যা বললেন মামুনুল হক

অবশ্যই পরুন

ইসলামী আন্দোলন বাংলাদেশকে সঙ্গে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাওলানা মামুনুল হক জানান, দশটি দলের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি বলেন, রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা, আমরা সবাই একসঙ্গেই এগিয়ে যেতে পারবো। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারবো—এই আশা করছি।

তিনি আরও বলেন, জোটের মধ্যে সমন্বয় ও ঐক্যের ভিত্তিতে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

জোটের নেতারা আশা প্রকাশ করেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে শিগগিরই প্রার্থী ও আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ

পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় নেই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ