spot_img

শিবচরে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

অবশ্যই পরুন

মাদারীপুরের শিবচর উপজেলায় নিজ ঘরে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে নিহতের স্বামী আবুল মৃধাকে আটক করেছে।

নিহত গৃহবধূর নাম রোকেয়া বেগম (৫৫)। ঘটনার রাতে তিনি স্বামী আবুল মৃধা এবং দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়ার সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে আবুল মৃধা হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীকে জবাই করে হত্যা করেন বলে স্বীকার করেছেন। তবে কি কারণে হত্যা করেছেন তা বলেননি। তবে হত্যাকাণ্ডটি রহস্যজনক বলে স্থানীয়দের অভিযোগ। নিহতের পরিবার চুরি, নেশাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

শিবচর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে। আটক আবুল মৃধা হত্যার কথা স্বীকার করলেও ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে।

সর্বশেষ সংবাদ

পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় নেই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ