spot_img

যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে: কাতার

অবশ্যই পরুন

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কাতার। উপসাগরীয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, আশপাশের অঞ্চলগুলোর জন্যও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানী দোহায় এক ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেকোনো ধরনের উত্তেজনাবৃদ্ধি পুরো মধ্যপ্রাচ্য এবং সংলগ্ন অঞ্চলে মারাত্মক অস্থিতিশীলতা সৃষ্টি করবে। এ কারণেই কাতার সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

এর আগে গত বছর জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত হয়। সে সময় ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে কাতারের আল উদেইদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। কাতারের ভূখণ্ডে এটিই ছিল কোনো বিদেশি রাষ্ট্রের প্রথম সরাসরি হামলা।

তবে ওই সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাতার। সেই যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।

এদিকে গত দুই সপ্তাহ ধরে ইরানে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করছে। মূলত দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, ভয়াবহ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াই এই আন্দোলনের প্রধান কারণ।

টানা অবমূল্যায়নের কারণে ইরানের মুদ্রা রিয়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি। ডলারের বিপরীতে রিয়েলের দর নেমে এসেছে প্রায় ৯ লাখ ৯৪ হাজারে। এর ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে আন্দোলন ছড়িয়ে পড়ে। বর্তমানে বিক্ষোভের কারণে কার্যত অচল হয়ে পড়েছে গোটা দেশ।

সূত্র: ডেইলি টাইমস

সর্বশেষ সংবাদ

চীনে এনভিডিয়ার এআই চিপ ‘এইচ-২০০’ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

অবশেষে টেক জায়ান্ট এনভিডিয়ার চিপ চীনে রফতানির অনুমতি দিয়েছে ওয়াশিংটন। ডিপার্টমেন্ট অব কমার্স জানিয়েছে, এই চিপগুলো চীনে পাঠানো যাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ