spot_img

তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন মাহমুদা হাবীবা

অবশ্যই পরুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রার্থী ছিলেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন নিয়েও আলোচনা হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, এ সময় মাহমুদা হাবীবাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির নারীদের জন্য প্রণীত ২৪ তম দফা নিয়ে নারীদের সচেতনতা ও জনমত গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মাহমুদা হাবীবা।

সর্বশেষ সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ