spot_img

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ছয়শ

অবশ্যই পরুন

ইরানে একদিকে সরকারবিরোধী আন্দোলন; অন্যদিকে তাদের আন্দোলনের প্রতিবাদে রাস্তায় নেমেছে সরকারপন্থী লাখো মানুষ। এমনকি গতকাল সোমাবার দেশটির রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জনতার সাথে শামিল হলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত দুই সপ্তাহের লাগতার বিক্ষোভ-সহিংসতার প্রতিবাদে হাজার হাজার মানুষের সাথে র‍্যালিতে অংশ নিয়েছেন তিনি।

ইরান সরকারের সমর্থনে হওয়া এই র‍্যালিতে মাসুদ পেজেশকিয়ান ছাড়াও অংশ নেন প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি, ভাইস-প্রেসিডেন্ট রেজা আরেফসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশটির বুশের, খোরাসান, ইসফাহান, গিলান, সিস্তান-বালুচিস্তান, বন্দর আব্বাস, চাহারমাহালসহ ইরানের বহু স্থানে বিক্ষোভ করে সরকারপন্থীরা।

ইরানে কয়েকদিনের টানা ব্লাকআউটের পর গতকাল সোমবার কিছুটা স্বাভাবিক হয়েছে ইন্টারনেট পরিস্থিতি। আর তাতেই প্রকাশ পাচ্ছে বিক্ষোভকারীদের তাণ্ডবে ক্ষয়ক্ষতির চিত্র। হাসপাতালগুলোয় নিরাপত্তা বাহিনীর গুলিতে আহতদের ভিড়। মর্গগুলোতে জমেছে মরদেহের স্তুপ।

চলমান আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ এ তথ্য দিয়েছে বলে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এছাড়া, বিক্ষোভ দমনে দেশজুড়ে ধরপাকড়-হামলা অব্যাহত রেখেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

যুক্তরাষ্ট্র বলছে, বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হামলার বিষয়টি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাধীন। তবে, আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দেয়ার পক্ষে তিনি।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে সব বিকল্পই থাকে। সেগুলোর মধ্যে বিমান হামলাও একটি। তবে, কূটনীতি প্রেসিডেন্টের প্রথম পছন্দ। ইরানি শাসকরা প্রকাশ্যে যা বলছেন তা তাদের ব্যক্তিগতভাবে পাঠানো বার্তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তাদের বার্তাগুলো পর্যালোচনার আগ্রহ রয়েছে প্রেসিডেন্টের।

ইরানে চলমান পরিস্থিতিতে খামেনি প্রশাসনকে চাপে ফেলতে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া, বিপুল প্রাণহানির নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া।

সর্বশেষ সংবাদ

সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বাংলাদেশের

বিজয় দিবসে আকাশে ৫৪টি জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ