spot_img

পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার নতুন বার্তা

অবশ্যই পরুন

নবম পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের আগে পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হবে কি-না, সেটা নির্ভর করছে পে কমিশনের প্রতিবেদনের ওপর।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ বলেন, কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে সরকার। শিগগিরই পে কমিশন পে-স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দিবেন বলে জানান তিনি।

পে-স্কেলের পরবর্তী তথ্য জানানোর বিষয়ে তিনি বলেন, আমি যেদিন বলার বলবো। পে কমিশন কাজ করছে। নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। কী করছেন না করছেন সেটা আমাদের জানার ব্যাপার না, তারা করছে।

কাল-পরশু কথা হবে, কমিশনের প্রতিবেদন বিচার-বিশ্লেষণের পর আসবে। আমি একটা তারিখ ঠিক করে বলবো, তখন জানতে পারবেন, যোগ করেন অর্থ উপদেষ্টা।

পে-স্কেল নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য নিয়ে তিনি আরও বলেন, পে-স্কেল নিয়ে গভর্নরের করার কিছু নেই। গভর্নর তার বাংলাদেশ নিয়ে বলতে পারে। পে-স্কেল তো সম্পূর্ণ সরকারের।

তিনি আরও বলেন, আপনারা যখন তারিখ জানবেন, প্রতিবেদন আসবে তখনই সব জানবেন। এখানে কার্যকরের বিষয় অন্য জিনিস।

সর্বশেষ সংবাদ

এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা

জ্বালানি একটি বড় চ্যালেঞ্জ।ল জ্বালানি নিয়ে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে। পাশাপাশি এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থ...

এই বিভাগের অন্যান্য সংবাদ