spot_img

আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বদেশ রক্ষা করব: কিউবার প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছেন এবং ওয়াশিংটনের হাতে মিত্র দেশ ভেনেজুয়েলার নেতা আটক হওয়ার পর শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নিজের দেশকে রক্ষার অঙ্গীকার করেছেন।

রোববার এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘কিউবা একটি স্বাধীন, সার্বভৌম ও মুক্ত রাষ্ট্র। আমাদের কী করতে হবে—তা কেউ বলে দিতে হবে না।’

তিনি আরো বলেন, ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্র ‘শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়েও স্বদেশ রক্ষায় প্রস্তুত’।

এর আগে কিউবাকে দ্রুত ‘চুক্তি করার’ আহ্বান জানিয়ে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ‘কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না—শূন্য! আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, খুব দেরি হয়ে যাওয়ার আগেই তারা একটি চুক্তি করুক।’

সূত্র: গ্লোবাল টাইমস

সর্বশেষ সংবাদ

সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বাংলাদেশের

বিজয় দিবসে আকাশে ৫৪টি জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ