জুলাই-আগস্টে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া আরও ২৫ প্রবাসী বাংলাদেশি নাগরিককে সাধারণ ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্তরা ইতোমধ্যে বাংলাদেশে ফিরে এসেছেন।
২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলা অস্থিরতার প্রেক্ষাপটে আমিরাতের বিভিন্ন স্থানে প্রবাসীরা বিক্ষোভে অংশ নেন। দেশটির আইন অনুযায়ী জনসমক্ষে বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় তাদের আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
পরবর্তীতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা বিশেষ অনুরোধের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে তাদের ক্ষমা করার সিদ্ধান্ত নেন ইউএই প্রেসিডেন্ট। এই সিদ্ধান্তকে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের সহনশীলতা, ন্যায়বিচার এবং বাংলাদেশের সাথে বিদ্যমান গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য যে, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করায় এর আগে মোট ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল সে দেশের আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর আগেও কয়েক দফায় বন্দিদের ক্ষমা করে দেশে ফেরত পাঠানো হয়েছে, যার ধারাবাহিকতায় এবার আরও ২৫ জন মুক্তি পেলেন।

