spot_img

বিক্ষোভ দমনে ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের

অবশ্যই পরুন

ইরানে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। গতকাল শনিবার রাতেও রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত তিন দিনের সহিংসতায় কয়েক শ বিক্ষোভকারী হতাহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করছে।

বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যারা বিক্ষোভ করছেন, তাদের ‘আল্লাহর শত্রু’ (মোহারেবেহ) হিসেবে বিবেচনা করা হবে।” উল্লেখ্য, ইরানি আইনে এই অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।

মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের মাত্র ছয়টি হাসপাতালেই অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। চিকিৎসকদের মতে, নিহতদের অধিকাংশেরই শরীরে গুলির আঘাত পাওয়া গেছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

ইরানের অভ্যন্তরীণ এই আন্দোলন এখন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। গতকাল লন্ডনে ইরানি দূতাবাসের সামনে শত শত মানুষ জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। বিক্ষোভের একপর্যায়ে এক ব্যক্তি দূতাবাস ভবনের বারান্দায় উঠে ইরানের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন। এই ঘটনায় লন্ডন পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

প্রাথমিকভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ ডিসেম্বর আন্দোলন শুরু হলেও বর্তমানে তা ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতে মোড় নিয়েছে।

সর্বশেষ সংবাদ

ভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, শিগগিরই এর...

এই বিভাগের অন্যান্য সংবাদ