আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, বর্তমান সরকার উদার বানিজ্যে বিশ্বাসী। কোনো দেশের সাথেই আন্তঃসম্পর্ক খারাপ চায়না সরকার।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আমদানি নীতিমালার সংশোধন করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নীতিমালা উত্থাপন করা হবে।

