spot_img

বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা রিশাদ: মঈন আলী

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে জায়গা পেয়ে আলো ছড়াচ্ছেন বাংলাদেশি তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন। বল হাতে নিজের সেরাটা দিয়ে ঋতিমতো সবাইকে টপকে শীর্ষে তালিকায় জায়গা করে নিচ্ছেন এই টাইগার লেগ-স্পিনার।

সবশেষ ম্যাচে চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। ৩৭ রানে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে হারিয়েছে রিশাদের দল হোবার্ট হারিকেন্স।

গত মাসে পার্থ স্করচার্সের বিপক্ষেও ৩৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন রিশাদ। বিপিএলে না খেলে বিবিএলে গিয়ে রিশাদ যে ভালো করেছেন, তার পারফরম্যান্সই সেকথা বলছে।

এদিকে বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। তিনি রিশাদকে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার বলে মনে করেন।

শনিবার (১০ জানুয়ারি) সিলেট টাইটান্সের হয়ে সংবাদ সম্মেলনে আসা মঈন বলেন, ‘আমি মনে করি, বিগ ব্যাশে খেলার সঠিক সিদ্ধান্ত নিয়েছে রিশাদ। সেখানে সে আরও বেশি শিখবে।’

তিনি বলেন, রিশাদের বিগ ব্যাশে হোবার্টের হয়ে খেলে শেখাটা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। কারণ সে লেগ-স্পিনার, তরুণ, প্রতিভাবান।

তার চোখে, রিশাদই বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হতে চলেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, রিশাদ বাংলাদেশের পরবর্তী বড় খেলোয়াড়। সে দারুণ বোলার। এখন নিজের জায়গা তৈরি করছে।’

সর্বশেষ সংবাদ

ঢাকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল রাজশাহী

ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএল ২০২৬-এর সেমিফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো বিপিএলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ