spot_img

নির্বাচন হবে আনন্দমুখর, দুশ্চিন্তার কারণ নেই: উপদেষ্টা আদিলুর

অবশ্যই পরুন

আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কার কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি আশা প্রকাশ করেছেন যে, উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এই নির্বাচন বাংলাদেশের আগামী ১০০ বছরের জন্য একটি দিকনির্দেশনা হয়ে থাকবে। তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার রক্তে অর্জিত ‘জুলাই সনদ’-এর পক্ষে জনগণের রায় প্রতিফলিত হবে এই নির্বাচনের মাধ্যমে। তিনি বিশ্বাস করেন, অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং তাদের প্রতিনিধিদের নির্বাচিত হওয়া দেশের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে।

নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে রাজনৈতিক দলগুলোর শঙ্কার বিষয়ে উপদেষ্টা বলেন, “নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত থাকবে।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের জবাবে তিনি অভয় দিয়ে বলেন, নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

এর আগে উপদেষ্টা কদমতলী বাস টার্মিনালের বিভিন্ন সমস্যা সরজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ঢাকাকে পাত্তাই দিলো না নোয়াখালী

নোয়াখালী এক্সপ্রেস টানা ছয় ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছিল। জয়ের ধারাটা অব্যাহতই রাখল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে...

এই বিভাগের অন্যান্য সংবাদ