spot_img

শুধু সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

অবশ্যই পরুন

দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল নীতি সুদহার বৃদ্ধি যথেষ্ট নয়, বরং বাজার ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নই এক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাংকিং অ্যালমানাক’-এর সপ্তম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “সুদহার কমানো সহজ কাজ নয়, তবে ট্রেজারি বিলের সুদহার কমায় এর ইতিবাচক প্রভাব বাজারে পড়বে।” তিনি আরও উল্লেখ করেন যে, দেশের সামষ্টিক অর্থনীতি বর্তমানে একটি স্থিতিশীল পর্যায়ে এসেছে। অর্থনৈতিক উন্নয়নকে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এটি কারো একক কৃতিত্ব নয়, বরং সম্মিলিত প্রচেষ্টার ফল।

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর দশা থেকে জোড়া লেগে এখন শক্তিশালী হওয়ার পথে। তবে বর্তমানের এই ‘মোটামুটি’ চলনসই অবস্থায় সন্তুষ্ট না থেকে অর্থনীতিকে দ্রুত বিকাশমান করতে পরবর্তী সরকারকে সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের আস্থার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার ৬-৭টি ব্যাংক থেকে টাকা পাচার হয়ে যাওয়াকে সুদহার না কমার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন। অন্যদিকে, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার জানান, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে একীভূত করা এবং আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যার মাধ্যমে আর্থিক খাত দ্রুত ঘুরে দাঁড়াবে।

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারসহ বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা অর্থনৈতিক তথ্য ও পরিসংখ্যানের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।

সর্বশেষ সংবাদ

সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বাংলাদেশের

বিজয় দিবসে আকাশে ৫৪টি জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ