আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারের প্রশ্নে অনুষ্ঠেয় ‘গণভোট’ নিয়ে ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে নির্বাচন পর্যন্ত সব ধরণের সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং প্রতিটি সরকারি দপ্তরে ব্যানার প্রদর্শনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ৭ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এই নির্দেশনা সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে জানানো হয়েছে, নির্বাচনের দিনেই ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি করতে সব ধরণের পত্র, প্রজ্ঞাপন, আদেশ ও পরিপত্রে লোগো ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধানরা নিজ উদ্যোগে দুটি করে খাড়া (ভার্টিক্যাল) ব্যানার তৈরি করে অফিসের সামনে দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসা পরামর্শের ভিত্তিতেই এই প্রচারণামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

