বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেশ কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুকভরা প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন। ইতোমধ্যে দূর থেকে তিনি (তারেক রহমান) ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন; গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। আশান্বিত এ জন্যই, এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারবো।’
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সাংবাদিক নেতাদের মন খুলে কথা বলতে অনুরোধ করেন।
মির্জা ফখরুল বলেন, আজকে আমি কথা বলতে আসিনি। আজকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলবেন, আমরা শুনবো।’
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাহস বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।

