spot_img

খাজার শেষ টেস্ট স্মরণীয় করে রাখলো অস্ট্রেলিয়া

অবশ্যই পরুন

অ্যাশেজের শেষ টেস্টে সিডনিতে সফরকারী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শেষ হওয়া ম্যাচের মাধ্যমে সিরিজ ৪-১ ব্যবধানে নিজেদের দখলে রেখে দিল অজিরা।

এই সিরিজে ইংল্যান্ড মাত্র একটি টেস্টে জয়ের মুখ দেখেছেন। মেলবোর্নের সেই ম্যাচে ৪ উইকেটের জয়টাই এ দফায় তাদের জন্য একমাত্র পাওয়া হয়ে রইল।

এই টেস্টে দুই ইনিংসে ১৬৩ ও ২৯ রান করে টেস্টের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন টেস্টকেও টি-টোয়েন্টি বানিয়ে ফেলা ট্রাভিস হেড। আর পাঁচ টেস্টে ৩১ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন মিচেল স্টার্ক।

৮ উইকেট ৩০২ রান নিয়ে আগের দিন শেষ করা ইংল্যান্ড পঞ্চম দিনে নতুন বল নেয়ার পর খেলতে পেরেছে আর ৮.২ ওভার। ৮৮.২ ওভারে ৩৪২ রানে অলআউট হয় ইংলিশরা।

আগের দিনে ১৪২ রানে অপরাজিত থাকা বেথেল আজ আর ১২ রান যোগ করতে পেরেছেন। ২৬৫ বলে ১৫ চারে তার ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস শেষ হয়েছে স্টার্কের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে।

বিউ ওয়েবস্টার ও মিচেল স্টার্ক ৩টি করে উইকেট শিকার করেন।

শেষ পর্যন্ত জয়ের জন্য অস্ট্রেলিয়াকে টার্গেট দেওয়া হয় ‘মামুলি’ ১৬০ রান। বরাবরের মতোই শুরু করেন ট্রাভিস হেড। সঙ্গী জ্যাক ওয়েদারাল্ডকে নিয়ে হেড যোগ করেন ৬২ রান।

আগের ইনিংসে শতক করা হেড এদিনও অনেকটা নিজের মারকুটে স্টাইলেই খেলেন। তিনি ৩৫ বলে ২৯ রান করে টাংয়ের বলে আউট হন। দলীয় ৭১ রানে ওয়েদারাল্ডও টাংয়ের বলে পটসের হাতে ক্যাচ দেন। ৪০ বলে ৩৪ রান করেন তিনি।

অধিনায়ক স্টিভ স্মিথ প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। শেষ ইনিংসে অবশ্য ১২ বলে ১২ রান করে উইল জ্যাকসের বলে কাটা পড়েন। ক্রিকেট ক্যারিয়ার থেকে এই টেস্টের মাধ্যমে সাইন আউট করা উসমান খাজা থেমেছেন ৬ রানে।

লাবুশেন নেমে স্বভাবসুলভ খেলছিলেন। রানআউট হয়ে ফেরার আগে তিনি করেন ৪০ বলে ৩৭ রান।

১২১ রানে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে অ্যালেক্স ক্যারি আর গ্রিনের কাঁধে চড়ে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া পায় ম্যাচ জেতার স্বাদ। ক্যারি ১৬ এবং গ্রিন ২২ রানে অপরাজিত থাকেন।

সর্বশেষ সংবাদ

শপথ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যয়

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ