spot_img

নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক: আসিফ

অবশ্যই পরুন

নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, তফসিলের পরের দিনই একজন চিহ্নিত আসামি, যিনি জামিনে বের হয়েছিলেন কিছুদিন আগে, তার হাতে আমাদের একজন সহযোদ্ধা শহীদ হয়েছেন। এর ফলেই কিন্তু এই নির্বাচন নিয়ে শঙ্কাটা মানুষের মনে আরও বেশি তৈরি হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ বলেন, এখন পর্যন্ত আমরা সেভাবে দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও নির্বাচনকেন্দ্রিক লক্ষ্য করতে পারছি না, আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনকেও এ বিষয় অবহিত করেছি। একই সঙ্গে সন্ত্রাসীরা এখনও ঘুরে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে কঠোর দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিসে নিয়মবহির্ভূতভাবে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন। বাংলাদেশে যদি আবারও কোনো পাতানো নির্বাচনের প্লট সাজানো হয়, তবে আমরা অবশ্যই রাজপথ বেছে নিতে বাধ্য হবো।

আসিফ বলেন, যখন দেখি এক প্রার্থীকেই সরকারি অফিসে ঘাড়ধাক্কা দেওয়া হয়, সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তখন দলীয়ভাবে আমাদের মধ্যেও নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা কাজ করে। শঙ্কা দূর করার দায়িত্ব ইসির।

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বতন্ত্র ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, গবেষণা এবং নীতিনির্ধারণকে প্রাতিষ্ঠানিক ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে একটি স্বতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ