spot_img

বছরের শুরুতেই ইসরায়েলে বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব

অবশ্যই পরুন

ইসরায়েলে আবারও দেখা দিয়েছে হাইলি প্যাথোজেনিক ‘এইচ-৫-এন-১’ বার্ড ফ্লু। দেশটির উত্তরাঞ্চলের একটি খামারে এই ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে শতাধিক হাঁস মারা গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্যারিসভিত্তিক ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেলথ (ডাব্লিউওএইচ) জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি গ্রামে প্রায় ২ হাজার হাঁসের মধ্যে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

প্রাথমিকভাবে ৯০টি হাঁস মারা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। বাকি হাঁসগুলোকে খামার থেকে আলাদা রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হঠাৎ করে এই ধরনের প্রাদুর্ভাব মানব স্বাস্থ্য ঝুঁকিও বাড়াতে পারে। তাই যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা।

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বতন্ত্র ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, গবেষণা এবং নীতিনির্ধারণকে প্রাতিষ্ঠানিক ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে একটি স্বতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ