spot_img

ব্যবসায়ীদের সম্মানটা অত্যন্ত জরুরি: বিসিআই সভাপতি

অবশ্যই পরুন

বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী বলেছেন, ব্যবসায়ীদের সম্মানটা অত্যন্ত জরুরি। সব সময় ঢালাওভাবে বলা হয় যে ব্যবসায়ীরা সব চোর-বাটপাড়। কিন্তু ইকোনমি যদি বড় করতে হয়, ব্যবসায়ীদের সাথে নিয়ে কাজ করা উচিত।

গতকাল রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

বিসিআই সভাপতি বলেন, সেটাই আমরা ওনাকে বলেছি। আমরা চাই, যে সরকারই আসুক না কেন, তারা যাতে দায়িত্ববোধ নিয়ে আসে। অর্থনীতি হলো দেশের উন্নয়নের মূল ভিত্তি। ফলে অর্থনীতিকে দাঁড় করাতে হলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই সরকারকে একসঙ্গে কাজ করা উচিত।

তারেক রহমানও বলেছেন, উনিও মনে করেন, যদি ওনারা ক্ষমতায় আসতে পারেন, তাহলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে পলিসিগুলো যেখানে যেখানে দেওয়া দরকার তা করবেন। কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না। কিন্তু একটা স্বচ্ছতা আনার চেষ্টা করবেন এবং ব্যবসায় সহায়ক একটা পরিবেশ সৃষ্টি করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বতন্ত্র ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, গবেষণা এবং নীতিনির্ধারণকে প্রাতিষ্ঠানিক ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে একটি স্বতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ