spot_img

আইএল টি-টোয়েন্টি: এমিরেটসকে হারিয়ে চ্যাম্পিয়ন ভাইপার্স

অবশ্যই পরুন

আইএল টি-টোয়েন্টির মেগা ফাইনালে সাকিব আল হাসানের এম আই এমিরেটসকে ৪৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডেজার্ট ভাইপার্স। ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৬ রানে থামে এমিরেটসের ইনিংস।

রোববার (৪ জানুয়ারি) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এমএই এমিরাটস।

ম্যাচে শুরুর ধাক্কা সামাল দিয়ে তৃতীয় উইকেটে ভালো জবাব দেন ম্যাক্স হোল্ডেন ও স্যাম কারান। তাদের পার্টনারশিপ থেকে আসে ৮৯ রান।

কারান ৭৪ রানে অপরাজিত থাকলেও হোল্ডেন ফেরেন ৪১ রানে। শেষদিকে ড্যান লরেন্সের ২৩ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৮২ রানের পুঁজি পায় ডেজার্ট।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এম.আই এমিরেটস। পঞ্চম উইকেটে কাইরন পোলার্ডকে সাথে নিয়ে প্রতিরোধের চেষ্টা চালান সাকিব আল হাসান। ২৭ বলে সর্বোচ্চ ৩৬ রান করে সাকিব আউট হলে ভাঙে ৬০ রানের পার্টনারশিপ। সেই সাথে ভেঙে যায় দলটির শিরোপা জয়ের স্বপ্ন।

আসরজুড়ে ৩৯৭ রান ও ৭ উইকেট তুলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন স্যাম কারান। ম্যান অব দ্য ফাইনালের পুরস্কারও ওঠে তার হাতে।

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বতন্ত্র ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, গবেষণা এবং নীতিনির্ধারণকে প্রাতিষ্ঠানিক ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে একটি স্বতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ