spot_img

প্রতিবেশীর ভূখণ্ডে ড্রোন হামলা চালালো ইসরায়েল, ঝরল প্রাণও

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্র লেবাননের দক্ষিণাঞ্চলে একটি গাড়িকে লক্ষ্য করে দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। গতকাল রোববার (৪ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আল-জুমাইজিমাহ এলাকায় হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। তবে নিহতদের পরিচয় কিংবা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে লেবাননের স্থানীয় গণমাধ্যম জানায়, ইসরায়েলি একটি ড্রোন দক্ষিণাঞ্চলের ওদাইসেহ শহরের কেন্দ্রস্থলে একটি বোমা নিক্ষেপ করে। একই সঙ্গে আইতারুন এলাকার আশপাশে কয়েকটি দাহ্য গোলাবারুদ ছোড়া হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও ইসরায়েল এখনও লিতানি নদীর দক্ষিণে কয়েকটি এলাকায় অবস্থান বজায় রেখেছে এবং নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের লেবানন শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ১০ হাজারেরও বেশি বার তা লঙ্ঘন করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই সময়ে অন্তত ৩৪০ জন নিহত হয়েছেন এবং ৯৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বতন্ত্র ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, গবেষণা এবং নীতিনির্ধারণকে প্রাতিষ্ঠানিক ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে একটি স্বতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ