spot_img

এবার ভেনেজুয়েলা সীমান্তে সৈন্য পাঠাচ্ছে প্রতিবেশী কলম্বিয়া

অবশ্যই পরুন

ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রতিবেশী রাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, মূলত তার প্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (৩ জানুয়ারি) বোগোতা থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-অ্যারাবিয়া তথ্যটি নিশ্চিত করেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ওয়াশিংটনের এই পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর ‘আক্রমণ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এর ফলে একটি মানবিক সংকট সৃষ্টি হতে পারে।

যদিও পরিস্থিতির সমাধান সংলাপের মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেন বামপন্থী এই নেতা, তবু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জানান, তিনি ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি গুস্তাভো পেত্রো। উল্লেখ্য, আঞ্চলিকভাবে মাদুরো তার সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।

সূত্র: আল-অ্যারাবিয়া

সর্বশেষ সংবাদ

নিরাপত্তাহীনতার কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ: বিসিবি সভাপতি

নিরাপত্তাহীনতার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আজ সোমবার (৫ জানুয়ারি) গণমাধ্যমকে এ কথা বলেছেন বাংলাদেশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ