বিপিএলের সাম্প্রতিক ম্যাচগুলোর স্কোরকার্ড বিবেচনায় সিলেট টাইটান্সের করা ১৪৪ রানের পুঁজিটা একেবারে মামুলী বলা যাবে না। বোলিংয়েও তারা জয়ের সম্ভাবনা জাগায়। তবে চাপে থাকা রংপুর রাইডার্স শেষ পর্যন্ত জয় পেল বড় ব্যবধানে। মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ’র শেষের ঝড়ে তারা ৭ বল এবং ৬ উইকেট হাতে রেখে সিলেটকে হারিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট টাইটান্স: ২০ ওভারে ১৪৪/৮ (সাইম ১১, রনি ১৯, মিরাজ ৪, পারভেজ ১৫, আফিফ ৪৬, ব্রুকস ৩২, ওমারজাই ৬, নাসুম ৬*, খালেদ ০, আমির ২*; মেয়ার্স ৩-০-২৬-০, আলিস ৪-০-৩৩-১, মুস্তাফিজ ৪-০-২৪-৩, ফাহিম ৪-০১৮-৩, মৃত্যুঞ্জয় ৩-০-৩০-১, খুশদিল ২-০-১৩-০)
রংপুর রাইডার্স: ১৮.৫ ওভারে ১৪৫/৪ (মালান ১৯, লিটন ৩৫, হৃদয় ৬, মেয়ার্স ৩১, মাহমুদউল্লাহ ৩৪*, খুশদিল ১৯*; আমির ৩.৫-০-২১-০, ওমারজাই ১-০-১২-০, সাইম ৪-০-১৬-১, খালেদ ৩-০-১৯-১, নাসুম ২-০-১৮-১, মিরাজ ৩-০-৩৫-০, ইবাদত ১-০-১১-০, ব্রুকস ১-০-১৩-১)
ফল: রংপুর ৬ উইকেটে জয়ী

