spot_img

খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অবশ্যই পরুন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। আরো আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ঢাকায় খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেন তারা। খবর জিও নিউজের।

২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের পর প্রথমবারের মতো এ ধরণের বৈঠক হলো। খালেদা জিয়ার বাসভবনে হাসিমুখে হাত মেলান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরাখালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। যদিও এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান।

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আক্রমণ চালায় ভারত। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা...

এই বিভাগের অন্যান্য সংবাদ