spot_img

শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না: আব্দুল্লাহ আল জাবের

অবশ্যই পরুন

শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ থেকে কেউ ঢাকা-৮ আসনে নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ ও বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এর আগে, সোয়া ২টা থেকেই শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

এসময় আগামী ২৪ দিনের মধ্যে শহীদ হাদির পুরো খুনি চক্রের বিচারকার্য সম্পন্ন করা, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা এবং ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করাসহ সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার জোর দাবি জানানো হয়।

সমাবেশে ‘নব্য হাদি প্রেমিদের’ বিষয়েও সতর্ক করেন নেতারা। একইসাথে ইনকিলাব মঞ্চের নাম ব্যবহার করে কেউ যেন আর্থিক সুবিধা নিতে না পারে, সেজন্য কাউকেই কোনো প্রকার আর্থিক সহায়তা না দেয়ার আহ্বান জানান সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

জাবের বলেন, আমরা চাই এখানে জামায়াত আসুক, বিএনপি আসুক, এনসিপিও আসুক-একাত্মতা প্রকাশ করুক। ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধের শক্তির বিরুদ্ধে সব রাজনৈতিক দলের একটা ঐক্য চাইতেন। আমরা ইনকিলাব মঞ্চ শহীদ হাদির আদর্শকে ধারণ করে চাই, বাংলাদেশপন্থি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে উঠুক।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না। তার আদর্শকে কোনো দলের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। শহীদ ওসমান হাদি বাংলাদেশের জনতার।

ঢাকা-৮ আসন থেকে ইনকিলাব মঞ্চের কেউ লড়বে, এ প্রসঙ্গে জাবের বলেন, ওসমান হাদির ইনকিলাব মঞ্চ ক্ষমতার কাছে নিজেদের বর্গা দেবে না। ক্ষমতার মুখাপেক্ষী হবে না। আমরা ঢাকা-৮ আসনে লড়াই করলে জানি আপনারা যেকোনো মূল্যে আমাদের জিতিয়ে আনবেন। কিন্তু আমরা কোনোভাবেই চাই না, ওসমান হাদিও চাইতেন না, যোগ্যতা ছাড়া ঢাকা-৮ আসনে কোনো প্রার্থী দাঁড়াক। এটাই শহীদ ওসমান হাদির ইনসাফের লড়াই।

আমরা যতদিন পর্যন্ত ওসমান হাদির মতো যোগ্যতাসম্পন্ন না হয়ে উঠবো, ততদিন পর্যন্ত আমরা ঢাকা-৮ এ দাঁড়াবো না। কোনো সহানুভূতি নিয়ে আমরা ঢাকা-৮ আসনে দাঁড়াতে চাই না। ইনকিলাব মঞ্চ কোনোদিন সহানুভূতির রাজনীতি করবে না, যোগ করেন জাবের।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীর টানা তৃতীয় হার, এক লাফে শীর্ষে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু মাঠের...

এই বিভাগের অন্যান্য সংবাদ