গাজা সংঘাতে যুদ্ধাপরাধ ও গণহত্যায় জড়িত থাকার অভিযোগ তুলে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাস, সড়ক ও ব্যস্ত গুরুত্বপূর্ণ স্থানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টার লাগিয়েছেন বিভিন্ন অধিকারকর্মী। আনাদোলু বরাত এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
প্রো-প্যালেস্টাইন আন্দোলনকারীদের উদ্যোগে পরিচালিত এই প্রচারণায় নেতানিয়াহুর ছবি ব্যবহার করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানার উল্লেখ করা হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে জারি হওয়া ওই পরোয়ানায়, অক্টোবর ২০২৩ থেকে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহুকে অভিযুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নারী ও শিশুসহ ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও ১০ অক্টোবর একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, এরপরও ইসরায়েল তাদের হামলা পুরোপুরি বন্ধ করেনি।
একই সঙ্গে গাজায় সাধারণ মানুষের জীবনযাত্রার অবস্থারও তেমন কোনো উন্নতি হয়নি। চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ খাদ্য, ত্রাণ, চিকিৎসা সামগ্রী ও অস্থায়ী আবাসন এখনো উপত্যকায় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

