spot_img

১০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল

অবশ্যই পরুন

আটককৃত দশ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। রোববার (২৮ ডিসেম্বর) হামাসের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় গাজা থেকে আটক এই ১০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। আনাদোলু নিউজ এজেন্সি বরাত এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর

মুক্তিপ্রাপ্তদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) দেইর আল-বালাহর আল-আকসা মার্টার্স হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েলের কারাগারে শিশু ও নারীসহ ৯ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এসব বন্দির বিরুদ্ধে নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার অভিযোগ রয়েছে, যার ফলে অনেকের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের ‘গণহত্যামূলক যুদ্ধ’ চলাকালে ফিলিস্তিনি বন্দিদের ওপর নিপীড়ন আরও বেড়েছে। অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এই ভয়াবহ হামলায় নারী ও শিশুসহ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ৭১ হাজার ২০০ জন আহত হয়েছেন। একই সঙ্গে গাজা উপত্যকা ব্যাপকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীর টানা তৃতীয় হার, এক লাফে শীর্ষে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু মাঠের...

এই বিভাগের অন্যান্য সংবাদ