spot_img

টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল রংপুর

অবশ্যই পরুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সোমবার (২৯ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস।

ম্যাচের আগে টস জিতেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি চট্টগ্রাম রয়েলসকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি।

বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগের দিন নানা নেতিবাচক কারণে আলোচনায় থাকলেও মাঠে নেমেই ইতিবাচক বার্তা দেয় চট্টগ্রাম রয়্যালস। নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করে তারা। অন্যদিকে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে রংপুর।

চট্টগ্রাম রয়্যালস একাদশ: নাইম শেখ, মির্জা তাহির বেগ, মাহফিজুল ইসলাম রবিন, মাহমুদুল হাসান জয়, অ্যাডাম রসিংটন (উইকেটকিপার), মাসুদ গুরবাজ, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, তানভির ইসলাম, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।

রংপুর রাইডার্স একাদশ: ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, খুশদীল শাহ, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, নাহিদ রানা, আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ সংবাদ

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন তিনি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ