spot_img

কিমের উপস্থিতিতে উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

অবশ্যই পরুন

নিজের দেশের পারমাণবিক যুদ্ধ সক্ষমতাকে ‘সীমাহীন ও নিরবচ্ছিন্ন’ করার প্রত্যয় ব্যক্ত করে দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সর্বোচ্চ নেতা কিম জং–উন সশরীরে উপস্থিত থেকে এই পরীক্ষা তদারক করেছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে পিয়ংইয়ংয়ের পশ্চিমে সমুদ্রের ওপর নির্ধারিত কক্ষপথ দিয়ে উড়ে গিয়ে ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে কিম বলেন, “নিরাপত্তা হুমকির মুখে পারমাণবিক সক্ষমতা নিয়মিত যাচাই করা একটি দায়িত্বশীল কাজ।”

বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের শুরুতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসকে সামনে রেখে কিম তার সামরিক ও অর্থনৈতিক শক্তিমত্তা প্রদর্শনের কৌশল নিয়েছেন। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার তিনি নির্মাণাধীন ৮ হাজার ৭০০ টনের একটি বিশাল ‘পারমাণবিক সাবমেরিন’ পরিদর্শন করেন। সে সময় তার সঙ্গে ছিল মেয়ে কিম জু-আয়ে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সত্যতা নিশ্চিত করে বলেছে, বছরের শেষ দিকে পিয়ংইয়ং আরও বড় ধরনের উসকানি দিতে পারে। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সেনা পাঠানো এবং মস্কোর রাজনৈতিক সমর্থন পাওয়ার পর কিম জং–উন আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী অবস্থানে রয়েছেন বলে মনে করা হচ্ছে। কিম স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে, দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন তৈরির পরিকল্পনার কড়া জবাব দেবে উত্তর কোরিয়া।

সর্বশেষ সংবাদ

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন তিনি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ