spot_img

কয়েক সপ্তাহের মধ্যেই থামতে পারে ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

অবশ্যই পরুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তিচুক্তি এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশযাপনকেন্দ্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, “সবকিছু ইতিবাচকভাবে এগোলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ বন্ধের চুক্তি সম্পন্ন হতে পারে।” তিনি আরও জানান, এই শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে তিনি প্রয়োজনে ইউক্রেনের পার্লামেন্টে ভাষণ দিতেও প্রস্তুত। যুদ্ধ বন্ধে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতার খুব কাছাকাছি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে জেলেনস্কি যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আশাবাদী হলেও ট্রাম্প দনবাস অঞ্চল নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। দনবাসের নিয়ন্ত্রণ নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে সমঝোতাকে একটি ‘কঠিন বিষয়’ হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার দাবি অনুযায়ী, যুদ্ধ থামাতে পুরো দনবাস অঞ্চল মস্কোর হাতে ছেড়ে দিতে হবে। ট্রাম্পের প্রস্তাবেও একই বিষয়ের উল্লেখ থাকলেও কিয়েভ এতে এখনো চূড়ান্ত সম্মতি জানায়নি।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এই আলাপকে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন তিনি। তবে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে পারে বলে পুতিন ট্রাম্পকে সতর্ক করেছেন। ক্রেমলিনের দাবি, দনবাস ইস্যুতে কিয়েভকে কোনো বিলম্ব ছাড়াই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

ইউরোপীয় নেতাদের সঙ্গে ওয়াশিংটনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, এই শান্তি প্রচেষ্টায় ইউরোপের দেশগুলোকে বড় দায়িত্ব পালন করতে হবে। প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধে প্রতি মাসে হাজারো প্রাণহানি বন্ধ করাই এখন মূল লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

সর্বশেষ সংবাদ

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচনে অংশ নেবেন না

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন তিনি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ