ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত দুই ব্যক্তি ভারতে পালিয়ে মেঘালয়ে প্রবেশ করেছে, এমন দাবি নাকচ করেছে রাজ্য পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা বলেছে, এ ধরনের দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ নেই। রাজ্যের ইংরেজি সংবাদ মাধ্যম মেঘালয় মনিটর এই খবর জানিয়েছে।
মেঘালয় পুলিশ জানায়, অভিযুক্তদের রাজ্যের কোনো এলাকায় প্রবেশ, অবস্থান বা গ্রেফতারের বিষয়ে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি।
বিএসএফের পক্ষ থেকেও বলা হয়েছে, সংশ্লিষ্ট সীমান্ত দিয়ে ওই দুই ব্যক্তি ভারতে প্রবেশ করেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সীমান্ত নজরদারিতে এ ধরনের ঘটনার কোনো রেকর্ডও নেই।
মেঘালয় পুলিশ ও বিএসএফ যৌথভাবে জানিয়েছে, যাচাই-বাছাই ছাড়া এমন তথ্য ছড়ানো বিভ্রান্তিকর। তারা বিষয়টিকে ‘ভুল ও ভিত্তিহীন দাবি’ হিসেবে উল্লেখ করেছে।
তবে উভয় সংস্থাই বলেছে, যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য তথ্য পেলে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে তারা প্রস্তুত।

