spot_img

চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা বিআইডব্লিউটিএ’র

অবশ্যই পরুন

ঘন কুয়াশার কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় রোববার (২৮ ডিসেম্বর) রাত থেকে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের সকল যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। আজ এ সংক্তান্ত নির্দেশনা দেয়া হয়।

এদিকে, যেসব লঞ্চ এরইমধ্যে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং পথে রয়েছে সেগুলোসহ অন্যান্য নৌযানকে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ-১৯৭৬ অনুসরণ করে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।কুয়াশার কারণে চাঁদপুর লঞ্চঘাট, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও উপকূলীয় অঞ্চলের যাত্রী পরিবহন কার্যক্রমে সাময়িক প্রভাব পড়েছে।বিআইডব্লিউটিএ জানিয়েছে, কুয়াশার ঘনত্ব স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ টার্মিনালগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে রয়েছেন মেসি, রোনালদো!

চলতি বছরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারে মতো ব্যালন ডি’অর জিতেছেন ওসামান দেম্বেলে। তার হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ