spot_img

জেলেনস্কি এখন ফ্লোরিডায়

অবশ্যই পরুন

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার (২৮ ডিসেম্বর) তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে মিলিত হবেন।

যুক্তরাষ্ট্র ভয়াবহ এই সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে, এ সময় বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুক্রবার বৈঠকের ঘোষণা দিয়ে জেলেনস্কি বলেন, এই আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছরের আগেই অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

বৈঠকে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু হিসেবে থাকছে ভূখণ্ড প্রশ্ন। জেলেনস্কি জানিয়েছেন, তিনি পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চল এবং জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তুলবেন। বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার আক্রমনের শুরুর দিক থেকেই রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

একটি হোয়াটসঅ্যাপ চ্যাটে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘সংবেদনশীল বিষয় হিসেবে আমরা দোনবাস এবং জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র—দুটিই আলোচনা করব। পাশাপাশি অন্যান্য বিষয়ও আলোচনায় আসবে।’

মস্কো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, দোনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। তবে কিয়েভ এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের অবস্থান হলো—বর্তমান ফ্রন্টলাইনেই যুদ্ধবিরতি ঘোষণা করে অবিলম্বে লড়াই বন্ধ করতে হবে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী রাশিয়ার সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। সব মিলিয়ে, শান্তি চুক্তির পথে এখনও বহু বাধা থাকলেও ট্রাম্প–জেলেনস্কি বৈঠক ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

নোয়াখালীর টানা তৃতীয় হার, এক লাফে শীর্ষে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু মাঠের...

এই বিভাগের অন্যান্য সংবাদ