spot_img

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, স্প্যানিশ পরিবারের চার সদস্য নিখোঁজ

অবশ্যই পরুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১১ জন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় একটি স্প্যানিশ পরিবারের চার সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) স্পেন ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছে।

গেলো শুক্রবার দিবাগত রাতে ইন্দোনেশিয়ায় ছুটি কাটাতে আসা ওই স্প্যানিশ পরিবারের বাবা ও তার তিন সন্তান নিখোঁজ হন। লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালীতে নৌকাটি প্রায় তিন মিটার উঁচু ঢেউয়ের মুখে পড়ে ডুবে যায়।

উদ্ধারকারী দল স্থানীয় সময় ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তাল সমুদ্রে তল্লাশি চালিয়ে নৌকাটির ধ্বংসাবশেষ উদ্ধার করে। তবে আবহাওয়া আরও খারাপ হয়ে পড়ায় রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানায়, রোববার (আজ) সকালে আবারও অনুসন্ধান শুরু হবে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (এসএআর) জানায়, স্প্যানিশ পরিবারটির মা ও এক মেয়ে, নৌকার চারজন কর্মী এবং একজন ট্যুর গাইডকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই বর্তমানে নিরাপদে আছেন।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে রয়েছেন মেসি, রোনালদো!

চলতি বছরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারে মতো ব্যালন ডি’অর জিতেছেন ওসামান দেম্বেলে। তার হাত ধরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ