spot_img

সরকার বিদেশি পর্যবেক্ষকদের ওপর প্রভাব বিস্তার করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার কোনোভাবেই বিদেশি পর্যবেক্ষকদের ওপর প্রভাব বিস্তার করবে না। তিনি বলেন, “আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান জানিয়েছি। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে। আমরা তাদের বলেছি, সরকার আপনাদের কোনো সাহায্য করতে যাবে না, যতক্ষণ না আপনারা চাইবেন। কারণ, সরকার যদি তাদের ব্যাপারে এগোয়, তবে মনে করা হতে পারে আমরা তাদের প্রভাবিত করছি।”

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন যে, পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয়টি সরকার নিশ্চিত করবে, তবে এর বাইরে কোনো হস্তক্ষেপ করা হবে না। তিনি আরও যোগ করেন, “নির্বাচনে কারা পর্যবেক্ষক হবেন, সেই সিদ্ধান্তের পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকার এখানে কোনো ভূমিকা পালন করবে না। কমিশন যাদের নিরপেক্ষ মনে করবে, তাদেরই অনুমোদন দেবে।”

তৌহিদ হোসেনের মতে, দেশের মানুষ দীর্ঘকাল ভোটাধিকার থেকে বঞ্চিত থাকায় তারা এবার ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তিনি আশা প্রকাশ করেন যে, একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণার মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। সবশেষে তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা সরে যাব। দেশ আবার একটি স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরবে।”

অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

শেষ বলের থ্রিলারে নোয়াখালীকে হারাল সিলেট

ইনিংসের শেষ ৩ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ২৪ রান। ১৮তম ওভার করতে এসে ৫ রান দিয়ে হ্যাটট্রিকসহ...

এই বিভাগের অন্যান্য সংবাদ