গণ অধিকার পরিষদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খাঁন। আসন্ন নির্বাচনে ঝিনাইদহ- ৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি।
শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি মহাসচিবের মির্জা ফখরুলের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি। এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।
এদিকে, রাশেদ খাঁনকে নির্বাচিত করতে নেতকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এতে দীর্ঘদিন রাজপথে থাকা রাশেদ খাঁনের রাজনৈতিক পথ আরও সমৃদ্ধ হবে। অন্যদিকে, দলের কৌশল মেনে সবাইকে রাশেদ খাঁনের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তবে নানা সূত্র বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে রাশেদ খাঁনের জয় পাওয়া অনেক চ্যালেঞ্জিং। এজন্য গণঅধিকার ছেড়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। কারণ এবার জোটের প্রার্থীদের নিজ প্রতীকেই ভোটে লড়তে হবে। অন্য দলের প্রতীক ব্যবহার করে নির্বাচন করা যাবে না।
যদিও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় রাশেদ খাঁনকে বহিষ্কার করার কথা বলছে গণ অধিকার পরিষদ।
প্রসঙ্গত, রাশেদ খাঁনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এমন নেতার বিএনপিতে যোগদান নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

